ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
বহু টানাপড়েনের পর দেশের সর্বোচ্চ আদালত সঞ্জয়লীলা বনশালীর বহু প্রতিক্ষিত ছবির মুক্তির ভাগ্য নির্ধারণ করার জন্য সেন্সর বোর্ডের উপর দায় ভার দেওয়া হয়েছিল। যার দরুন ছবির নাম পরিবর্তনও করা হয়। তারপরেও কেন ‘পদ্মাবতকে’ একাধিক রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? এই নিয়ে রাজ্য সরকারগুলির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ছবি প্রযোজকরা।
প্রসঙ্গগত দীর্ঘ বিবাদের পর অবশেষে নাম বদল ও বেশ কয়েকটি ছোটখাটো বদলের শর্তে ‘পদ্মাবত’-কে মুক্তির অনুমতি দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। এর পরই ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে বলে জানান প্রযোজকরা। তবে ছবিটিকে নিজেদের রাজ্যে মুক্তি পেতে দিতে রাজি নন গোবলয়ের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
ইতিমধ্যে ‘পদ্মাবত’-কে নিষিদ্ধ ঘোষণা করেছে গুজরাট, রাজস্থান, মধ্য প্রদেশ ও হরিয়ানা। মূলত সেন্সর বোর্ডের ছাড়পত্রের পর কিভাবে রাজ্য সরকার কোনও ছবিকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে এই প্রশ্নেই আদালতের দ্বারস্থ হয়েছেন ‘পদ্মাবত’-এর প্রযোজকরা। শুনানির জন্য মামলাটি গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। দ্রুত শুনানির ব্যবস্থা হবে বলেও আশ্বাস মিলেছে আদালতের তরফে।