ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
যুদ্ধ বিমান সুখোই ৩০ এমকেআই -তে দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। ১৭ ই জানুয়ারি রাজস্থানের যোধপুর এয়ার বেস থেকে তিনি বিমানে পাইলটের জি স্যুটে বসে এই বিমানের সওয়ারি হন । এর আগে, প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল এই বিমান চালিয়েছেন। রাজনীতির আঙিনা থেকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও এই সুযোগ পান। তবে , ভারতের ইতিহাসে প্রথম কোনও প্রতিরক্ষামন্ত্রীকে এই বিমান চালাতে দেখা গেল।
কেমন ছিল প্রতিরক্ষামন্ত্রীর এই অভিজ্ঞতা, সেক্ষেত্রে জানা যায়, এদিন সুখোইয়ের জি স্যুটে প্রতিরক্ষামন্ত্রী পাইলটের আসনে বসে প্রথম থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন। পাইলটের পোশাকে এক অন্য নির্মলা সীতারমনকে এদিন দেখা গেল।
এদিনের এই অসামান্য অভিজ্ঞতা অর্জন করে নির্মলা সীতারমন জানান, এটি তাঁর কাছে চোখ খুলে দেওয়ার মতো এক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা অর্জন করে তিনি গর্বিত।
সুখোই আমকেআই ৩০, আর সওয়ারির আসনে খোদ দেশের প্রতিরক্ষামন্ত্রী। এরকমই প্রেক্ষাপট সঙ্গে নিয়ে আকাশপথে পাড়ি দিল যুদ্ধবিমান। সেই ছবি টুইটারে টুইটও করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী।
তবে বিমান উত্তরণের আগে কোনও চাপা টেনশনে তিনি ছিলেন কী না তা জানানেই, কিন্তু এদিনের প্রতিটা মুহুর্ত নির্মলা সীতারমন যে উপভোগ করেছেন, তা বোঝা গেল তাঁর এই টুইট দেখে। বিমানযাত্রা শেষে সফল অবতরণের পর উপস্থিত সকলের সঙ্গে হাত মেলাতেও দেখা গেল দেশের প্রতিরক্ষামন্ত্রীকে।