31 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

হাফিজ সইদকে ক্লিনচিট দিলেন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

পাকিস্তানের বিরুদ্ধে ভারতে জঙ্গিকার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এবার একটি জঙ্গি গোষ্ঠীর মাথা হাফিজ সইদের পাশে দাঁড়িয়ে তাঁকে কার্যত ক্লিনচিট দিল পাক সরকার। আব্বাসি হাফিস সইদকে ‘সাহাব’ বলেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হাফিজের বিরুদ্ধে কোনও মামলাই নেই। কোনও মামলা থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হত। কারোর বিরুদ্ধে মামলা থাকলে ব্যবস্থা নেওয়া হয়। মূলত একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারের দরুন আব্বাসি বলেন, হাফিজ সইদের বিরুদ্ধে পাকিস্তানে কোনও মামলাই নেই।

প্রসঙ্গগত গত বছর ২০০৮-এর মুম্বই হামলার বর্ষপূর্তির কয়েকদিন আগে হাফিজকে গৃহবন্দী দশা থেকে মুক্তি দেয় পাকিস্তান। এমনকি গত বছরই জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা ও জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজের গুণগান করতে শোনা গিয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে। গত বছরই পাকিস্তানের রাজনীতিতে যোগ দিয়ে ভোটে লড়ার কথা ঘোষণা করেন হাফিজ। এরপরই মুশারফ বলেন, জামাত প্রধানের সঙ্গে হাত মেলাতে তৈরি তিনি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles