29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

রাজনৈতিক জীবনের যাত্রা শুরু করতে চলেছেন অভিনেতা কমল হাসান

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

এবার দক্ষিনের আর এক কিংবদন্তী অভিনেতা কমল হাসান তার নিজের জন্মস্থান রামানাথাপুরম থেকে রাজনৈতিক দলে অংশগ্রহন করতে চলেছেন। এর জেরেই আগামী ২১শে ফেব্রুয়ারি তিনি তার রাজনৈতিক দলের নামও ঘোষণা করবেন। উল্লেখ্য ১৬ ই জানুয়ারি রাতে কমল হাসান এক বিবৃতি জারি করে নিজের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে এই ঘোষণা করেন। আর এই ঘোষণার পরই দক্ষিনি এই সুপারস্টার বলেন, সাম্প্রতিক কালে তামিলনাড়ুর রাজনীতি যেধরনের অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে চ্যালেঞ্জ জানিয়ে, রাজ্যে স্থিতি আনতেই তাঁর রাজনীতিতে আগমণের সিদ্ধান্ত।

তবে কেবলমাত্র ২১ শে ফেব্রুয়ারি কমল হাসান রাজনৈতিক দলে নিজের নাম ঘোষণা করবেনই নয় বরং তিনি সারা রাজ্য ঘুরে, সেখানকার মানুষের প্রাথমিক চাহিদা কী, কীধরনের অসুবিধার সম্মুখীন তাঁদের প্রতিদিন হতে হয়, সবকিছু বুঝে দেখার চেষ্টা করবেন। অপরদিকে তিনি এই সফরে কোনপ্রকার কোন বিদ্রোহও ঘোষণা করবেন না,পাশাপাশি এখানে থাকবে না কোনও গ্ল্যামারের চমক। এটা শুধুমাত্রই সে রাজ্যের মানুষকে কাছে থেকে চেনার, জানার এবং তাঁদের অভিজ্ঞতাকে চাক্ষুস করার একটা প্রয়াস মাত্র, এমনটাই জানান দক্ষিনের কিংবদন্তী অভিনেতা।

মূলত এই সফরের বিষয়ে তাঁর একটি নিশ্চিত পরিকল্পনা রয়েছে। যেটা ধাপে ধাপে প্রকাশ্যে আসবে। আর তাই এই সফরের জন্যে তাঁর মনে হয়েছে, তাঁর জন্মস্থান থেকেই শুরু করাটা সবচেয়ে সেরা। কারণ সেই জায়গার সঙ্গে তাঁর আত্মার যোগ রয়েছে। তারপর তিনি যাবেন মাদুরাই, দিনদিগুল, শিভাগনগাইয়ের বিভিন্ন জেলায়। তবে এই সফর শুরুর আগে, তিনি সেখানকার মানুষের সমর্থন চেয়েছেন। সেখানকার মানুষের প্রতি যে ভালবাসা রয়েছে, সেটাই তিনি এবার কাজে করে দেখাতে চান।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles