Friday, March 24, 2023
spot_img

এবার ‘পদ্মাবত’ প্রকাশে আত্মাহুতির হুমকি ক্ষত্রিয় মহিলাদের

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

সঞ্জয়লীলা ভনসালীর ‘পদ্মাবতী’ ছবিটি সেন্সর বোর্ডের নির্দেশ অনুযায়ী নাম পরিবর্তন করে ‘পদ্মাবত’ করার পরও ফের ছবির মুক্তির পথে বড়সড় হুমকির মুখে পরতে হল ‘পদ্মাবত’কে। মূলত নাম পরিবর্তনের পর ২৫ শে জানুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে।

এবার এই ছবির মুক্তিতে হুমকি দিলেন, রাজস্থানের চিতোরগড়ের ক্ষত্রিয় সম্প্রদায়ের মহিলারা। তাঁরা হুমকি দিয়েছেন, ‘পদ্মাবত’-এর মু্ক্তি বন্ধ না করা হলে তাঁরা জওহর পালন করবেন।

মূলত ১৩ই জানুয়ারি পদ্মাবত-এর মুক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সর্বসমাজ একটি সভার আয়োজন করেন। সেই সভায় হাজির ছিলেন প্রায় ৫০০ জনের মতো সদস্য। যাঁদের মধ্যে ১০০ জনই মহিলা। সূত্রের খবর, এঁরা সকলেই হাই-প্রোফাইল পরিবারের। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পদ্মাবত-এর মুক্তি আটকাতে দেশজুড়ে দফায় দফায় তারা আন্দোলনে নামবে।

অপরদিকে রাজপুত করণী সেনার মুখপাত্র বীরেন্দ্র সিংহ জানিয়েছেন, আগামী ১৭ ই জানুয়ারি এর প্রতিবাদে চিতোরগড়ে জাতীয় সড়ক, রেল অবরোধ করবেন তাঁরা। বীরেন্দ্রর ক়ড়া হুঁশিয়ারি, তাঁদের প্রতিবাদ, আন্দোলনের পরেও যদি ছবিটি মুক্তি দেওয়া হয়, তা হলে মুক্তির ওই নির্ধারিত দিনেই ক্ষত্রিয় সমাজের মহিলারা ‘জওহর’ পালন করবেন। এবং ঠিক সেই জায়গায় যেখানে রানি আত্মাহুতি দিয়েছিলেন।

এর পাশাপাশি ছবিটির প্রদর্শনী বন্ধ করার সেই আর্জি জানিয়ে করণী সেনার এক প্রতিনিধি দল রবিবার উদয়পুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করার কথা রয়েছে। আগামী ১৬ জানুয়ারি বারমের জেলায় আসছেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গেও একটি প্রতিনিধি দল দেখা করবে বলে করণী সেনা সূত্রে জানানো হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles