28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

মুখ্যমন্ত্রী প্রাপ্ত ডিলিট নিয়ে চলবে শুনানি

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

১১ ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিলিট সম্মান নিয়ে প্রশ্ন তুলে যে-মামলা হয়েছে, তার শুনানি ১১ই জানুয়ারিও শেষ হয়নি। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আদৌ মামলাটি গ্রহণ করে মূল শুনানির অনুমতি দেবে কি না, সেই বিষয়ে শুনানি চলছে ১০ই জানুয়ারি থেকে। এমনকি এ দিন সকালে অর্থাৎ ১১ ই জানুয়ারি এক দফা শুনানি হয়। ফের ১২ই জানুয়ারি শুক্রবার আবার শুনানি হবে।

আবেদনকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সাম্মানিক ডিলিট দেওয়ার জন্য গত ২৫ শে অক্টোবর বিকেলে মুখ্যমন্ত্রীর নাম সেনেটের কাছে সুপারিশ করে। এরপর ১০ মিনিটের মধ্যে সেনেট সিদ্ধান্ত নেয়, তাঁকে সাম্মানিক ডিলিট দেওয়া হবে। এত কম সময়ে কী ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, সেটাকে ঘিরে একাধিক প্রশ্নের অবকাশ আছে।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের কৌঁসুলি শক্তিনাথ মুখোপাধ্যায় জানান, সাম্মানিক ডিলিট প্রদান সংশ্লিষ্ট ব্যক্তির কাজকর্মের স্বীকৃতি। খ্যাতনামা ব্যক্তিরা তাঁদের কাজের জগতে আগে থেকেই স্বমহিমায় বিরাজ করেন। বিশ্ববিদ্যালয় শুধু তাঁদের সম্মান জানায়। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles