41 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

বাংলাদেশের ডিজিটাল ছোয়া এখন মহাকাশেও

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ২০০৮ সালে নির্বাচনের পূর্বে আমরা জাতিকে বলেছিলাম দেশটাকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। আমরা সেই ওয়াদা রক্ষা করেছি।

তিনি বলেন, শুধুমাত্র মোবাইলেই বাংলাদেশ ডিজিটাল হয়নি বাংলাদেশ এখন মহাকাশেও। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে, মাথাপিছু আয় বেড়েছে। সব ক্ষেত্রেই আমরা এগিয়ে আছি। সমাজকল্যাণ মন্ত্রী ৬ জুন বুধবার নরসিংদীর শিবপুর উপজেলার কামারগাঁওয়ে স্যামসাং মোবাইল ফ্যাক্টরী পরিদর্শন ও কোম্পানীর সুইচ অন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, এক সময় আমাদের দেশে খাদ্যের অভাব ছিল, বিদেশীরা বলত বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। এখন আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জন করেছি। আমরা খাচ্ছি এবং মায়ানমার থেকে আগত ১০ লাখ রোহিঙ্গাকেও খাওয়াচ্ছি। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রবাসীরা ৩৩ বিলিয়ন বৈদেশিক রেমিটেন্স দেশে পাঠিয়েছে।

সমাজক্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিল্পকারখানা যেভাবে এগিয়ে চলছে এভাবে চলতে থাকলে আগামীতে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার আয় করবে। এ সময়ে ফেয়ার গ্রুফের চেয়ারম্যান মোঃ রুহুল আলম আল মাহবুব, স্যামসাং বাংলাদেশের কান্ট্রি প্রধান সিউন উন ইউন, দক্ষিণ এশিয়া স্যামসাং ইলেক্টট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট সুন চুই, বিটিআরসির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, বিটিআরসির কমিশনার (এসএম) মোঃ আমিনুল হাসান, স্যামসাং ইলেট্রনিক্স এর কার্যনির্বাহী ভাইস প্রেসিডেন্ট সিহু জং, ফেয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিষ্টার সুন সু মুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles