অরিন্দম রায় চৌধুরী, কলকাতাঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
মাধ্যমিকে এবারও পাসের হারে কলকাতাকে পিছনে ফেলে দিল জেলা। এমনকী মেধা তালিকাতেও জেলাই টেক্কা দিল কলকাতাকে। এবার মেধা তালিকায় কলকাতার মাত্র দুজন স্থান পেয়েছে। বাকি ৫৪ জন জেলার ছাত্রছাত্রী। পাসের হারে যখন সবার উপরে দুই মেদিনীপুর, তখন মেধা তালিকায় বাঁকুড়ার স্থান সবার উপরে। তবে এবার মাধ্যমিকের পাশের হার ৮৫.৪৯ শতাংশ, গত বছরের থেকে সামান্য কমেছে পাশের হার।
এবার পূর্ব মেদিনীপুর জেলা পাসের হারে সবার উপরে রয়েছে। এই জেলার পাসের হার ৯৬.১৩ শতাংশ। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের পাসের হার ৯১.৭৫ শতাংশ। কলকাতার স্থান তৃতীয়। পাসের হার ৯১.১৩ শতাংশ। আর নতুন জেলা হিসেবে কালিম্পং সেরা আটে উঠে তাক লাগিয়ে দিয়েছে।
পাসের হারে উপরের সারিতে রয়েছে কলকাতার উপকণ্ঠের জেলাগুলি। কলকাতার মাধ্যমিকে জেলার জয়, অর্থাৎ পশ্চিমবাংলার জয়!! নিচেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ৯১.০৭ শতাংশ। উত্তর ২৪ পরগনা ৯০.৮৬ শতাংশ। হুগলি ৮৮.৯৭ শতাংশ এবং হাওড়া ৮৮.১২ শতাংশ। আর তারপরই স্থান কালিম্পংয়ের। তাদের পাসের হার ৮৬.৯৫ শতাংশ।
এদিকে প্রথম দশের মেধা তালিকায় মোট স্থান পেয়েছে ৫৬ জন ছাত্রছাত্রী। প্রথম স্থানে রয়েছে কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ। দ্বিতীয় স্থান পূর্ব বর্ধমান। ৬৮৮ নম্বর পেয়ে পূর্ব বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের ছাত্র শীর্ষেন্দুর সেকেন্ড হল মাধ্যমিকে। প্রথম কোচবিহারের সঞ্জীবনীর থেকে মাত্র এক নম্বর কম পেল সে। কলকাতার মাত্র দুজন স্থান পেয়েছে মেধা তালিকায়। মেধা তালিকায় সপ্তম থেকে কলকাতার মধ্যে প্রথম হয়েছে বরানদর রামকৃষ্ণ মিশনের সার্থক তালুকদার আর দ্বিতীয় হয়েছে টাকি বয়েজের পবিত্র সেনাপতি। পবিত্র মেধা তালিকায় দশম স্থানে রয়েছে। মাধ্যমিকের মেধাতালিকায় পিছিয়ে নেই রামকৃষ্ণ মিশন। বরানগর রামকৃষ্ণ মিশনের ছাত্র সার্থক তালুকদার যেমন তাঁর স্কুলকে সাফল্য এনে দিয়েছে, একইভাবে মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনও তাদের ছাত্র অনীক জানার সাফল্যে উচ্ছসিত। অনীক এবার পঞ্চম হয়েছে মাধ্যমিকে।
বুধবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই জেলার জয়জয়কার। কলকাতাকে টেক্কা দিয়ে জেলাগুলির এবার দারুন ফলাফল করেছে। এবার অন্য জেলাকে টেক্কা দিয়ে প্রথম হয়েছে কোচবিহার সঞ্জীবনী হালদার। তবে গতবারের মতোই বাঁকুড়াও এবার ভালো ফল করেছে।
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল বেরনোর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি টুইট করেন। সেখানে তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মাধ্যমিকে যারা স্থান গ্রহণ করতে পেরেছে শুধু তারাই নয় যারা মাধ্যমিক পরিক্ষা উত্তীর্ণ হয়েছে তারাও যে বাংলার মান আগামি দিনে আরও উন্নত করবে এই আশা এখন মুখ্যমন্ত্রীর পাশাপাশি সকলের।