ওয়েবডেস্ক, বেঙ্গলটুডেঃ
প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের প্রচারে এতদিন প্রায় সব প্রচারেই দেখা গেছে বচ্চন, প্রিয়ঙ্কা চোপড়া, আমির খান, বিদ্যা ও অনেক কে। কিন্তু এই বার প্রকল্পের প্রচারে দেখা যেতে পারে অভিনেত্রী অনুস্কা শর্মাকেও।
এমনকি, এই উদ্দেশ্যে ট্যুইটারে প্রধানমন্ত্রীকে ৬৭ বছরের জন্মদিনে অভিনন্দন জানানোর পাশাপাশি “স্বচ্ছতা হি সেবা” মন্ত্রটির সঙ্গে স্বচ্ছ ভারত অভিযানে অংশ গ্রহণের কথা জানান তিনি। এদিকে প্রধানমন্ত্রীর অফিস থেকে পাঠানো চিঠিটিও শেয়ার করে বলেন দরিদ্র, নিপীড়িত ও প্রান্তিক মানুষের জন্য এটি একটি উন্নত সেবা।
You May Share This