41.2 C
Kolkata
Friday, April 26, 2024
spot_img

বিশ্বের সব থেকে বড় পুকুরছেঁচা মুক্তো নিলামে উঠল নেদারল্যান্ডসে

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

বিশ্বের সব থেকে বড় টাটকা জলের মুক্তো পাওয়া গিয়েছে নেদারল্যান্ডসে। অদ্ভুত চেহারার জন্য নাম দ্য স্লিপিং লায়ন। আগামী সপ্তাহে নিলামে উঠছে এই মুক্তোটি।

ঘুমন্ত সিংহের ওজন প্রায় ১২০ গ্রাম, লম্বায় ২.৭ ইঞ্চি। বয়সও নয় নয় করে কম নয়, মোটামুটি ৩০০ বছর। এসেছে চিন দেশ থেকে, তৈরি হয় সম্ভবত চিং সাম্রাজ্য চলাকালীন। ডাচ বণিকরা একে নিয়ে যান বাটাভিয়া বা বর্তমানের জাকার্তায়, সেখান থেকে পাড়ি জমায় ইউরোপ। ঔপনিবেশিক আমলে ব্যবসায়ীদের হাত বদল হয়েছে, রত্ন ব্যবসায়ী ও ইউরোপীয় রাজারাজড়ারাও হাতে পেয়েছেন এটিকে। এঁদের মধ্যে ছিলেন রাশিয়ার সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেট। এই মুক্তো প্রথমবার নিলামে ওঠে ১৭৭৮ সালে, আমস্টারডামে। কিনে নেন ক্যাথরিন দ্য গ্রেট। উনিশ শতকের মাঝামাঝি দেখা যায় পোল্যান্ডে, এক রত্ন ব্যবসায়ী কিনে নেন। নানা হাত ঘুরে ১৯১৭-য় আমস্টারডামে ফিরে আসে এটি। ৩১ তারিখ দ্য হেগের একটি নিলামঘরে হাতুড়ির তলায় যাবে দ্য স্লিপিং লায়ন। সর্বাধিক দাম ধরা হয়েছে ৫৪০,০০০ ইউরো বা ৬৩২,০০০ মার্কিন ডলার।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles