29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

ঝাড়গ্রাম জেলা জুড়ে ম্যালেরিয়া সচেতনতা

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম :

২৫শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে রেডি টু বিট ম্যালেরিয়া এই শ্লোগানে জেলার বিভিন্ন ব্লকে প্রচার পদযাত্রা,সচেতনামূলক আলোচনা সভা হয়।

উল্লেখ্য গত বছর জামবনি ব্লকে ৪ জন,বেলপাহাড়িতে ২ জন, নয়াগ্রাম ব্লকে ১ জন এবং বিনপুর ১ নম্বর ব্লকে একজন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। ঝাড়গ্রাম জেলা ম্যালেরিয়া প্রবন। তারমধ্যে জামবনি,বেলপাহাড়ি,নয়াগ্রাম ব্লক গুলি অতি ম্যালেরিয়া প্রবন এলাকা বলে পরিচিত। ঝাড়খন্ড, ওড়িশা বর্ডার লাগোয়া ব্লক গুলি অতিপ্রবন এলাকা। জামবনি ব্লকেই গত বছর ৪ জনের মৃত্যু হয়েছিল ম্যালেরিয়া। জেলা জুড়ে ৮ জনের মৃত্যুতে স্বাস্থ্য দফতর নড়েচড়ে বসে। সাধারণত গ্রীষ্ম কালে মে মাস থেকে জুন ,জুলাই মাস পর্যন্ত ম্যালেরিয়ার প্রকোপ শুরু হয়। আবার শীতের সময় দ্বিতীয় দফায় প্রকোপ শুরু হয়। তাই এবার আগেভাগে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সচেতনামূলক প্রচার শুরু করেছে।

গোপীবল্লভপুর দুই ব্লক স্বাস্থ্য আধিকারিক খগেন্দ্রনাথ মাহাতো বলেন, এদিন বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক প্রচার পদযাত্রা,আলোচনা সভা ,প্রচার পত্র বিলি করা হয়।আমরা মানুষের মধ্যে প্রচার জারি রাখছি। জ্বর হলেই রক্ত পরীক্ষা বাধ্যতামূলক। আর সেই জন্য আশা কর্মীদের প্রয়োজনীয় কিট দেওয়া আছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles