28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টিএমসিপির হেলমেট ছাড়াই বাইক মিছিল

শান্তনু বিশ্বাস, গোপালনগর:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'সেফ ড্রাইফ সেফ লাইফ'। আর এই 'সেফ ড্রাইফ সেফ লাইফ' প্রকল্পের দরুন বছরে কয়েক কোটি টাকা খরচ করে রাজ্য সরকার। ২৪শে এপ্রিল মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নের প্রকল্প 'সেফ ড্রাইফ সেফ লাইফ'-কে বুড়ো আঙুল দেখিয়ে গোপালনগর থানার অন্তর্গত বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নহাটা অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে স্থানীয় তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রায় তিনশ বাইক নিয়ে একটি মিছিল হয়। আর এই মিছিলে তৃণমূলের কোন কর্মীর মাথায় হেলমেট দেখতে পাওয়া যায়নি। মূলত এই হেলমেটহীন বাইক মিছিল নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা।

এদিন গোপালনগর থানার অন্তর্গত বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নহাটা অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে স্থানীয় তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রায় তিনশ বাইক নিয়ে একটি মিছিল হয়। মিছিলটি প্রায় গোপালনগর থানা এলাকার ১০ কিমি পথ অতিক্রম করে। এমনকি উক্ত মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুরজিৎ বিশাস ও রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী জয়া দত্ত। কিন্তু কারোর মাথায় কোন হেলমেট নেই।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles