ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
২৩শে এপ্রিল উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর জেলায় এক মহিলাকে তারই এক আত্মীয় বন্দুক দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
পুলিশি সুত্রে খবর, ঘটনার পর ২৪শে এপ্রিল স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পাশাপাশি তিনি জানান, ঘটনার দিন সন্ধ্যেবেলায় মহিলার স্বামী যখন বাইরে যান ঠিক সে সময় অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে বন্দুক দেখিয়ে তাকে ধর্ষণ করে। বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন।