28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পিতা ও পুত্রের,আহত দুই

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম:

লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পিতা ও পুত্রের। এই ঘটনায় আহত হয়েছেন এক মহিলা সহ দুই জন। ২১শে এপ্রিল ঝাড়গ্রাম থানার শালবনি এলাকার পেট্রোল পাম্পের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, এই পথদুর্ঘটনায় মৃত্যু হয় ঝাড়গ্রাম শহরের নুননুনগেড়িয়ার মাখনলাল মান্ডি(৬৫), ও তার ছেলে রবীন্দ্র প্রসাদ মান্ডি(৩০)-র। এছাড়া এই ঘটনায় আহত হন মাখনলালের শালি লক্ষীরানী মুর্মু(২৬) ও পন্যবাহী ট্রাকের চালক ঝাড়গ্রাম শহরের বাসিন্দা জহরলাল যাদব(৬০)।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে ঝাড়গ্রাম থানার শালবনি এলাকার পেট্রোল পাম্পের কাছে পন্যবাহী ট্রাকটির মুখোমুখি চলে আসে বাইকটি। বাইকটি চালাচ্ছিলেন রবীন্দ্র প্রসাদ মান্ডি। ওই বাইকেই ছিলেন মাখনলাল এবং লক্ষীরানী। রবীন্দ্র প্রসাদের মাথায় হেলমেট ছিল। শালবনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ট্রাকের সামনে গিয়ে ধাক্কা মারে। ট্রাকের চালক বাইক আরোহীদের বাঁচাতে রাস্তার ধারে গাড়িটিকে কাটিয়ে গাছে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর জখম হন ট্রাকের চালক সহ বাইক আরোহীরা। দূর্ঘটনার পর আহতদের স্থানীয় মানুষজন এবং পুলিশ উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় মাখনলাল মান্ডি ও তার ছেলে রবীন্দ্র প্রসাদ মান্ডির। মৃত্যুর খবর নুননুন গেড়িয়া এলাকায় পৌছানোর পরেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles