31 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

দীঘায় উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

দীঘা-মন্দারমণি মানেই বাঙালির কাছে চটজলদি ছুটি কাটানোর গন্তব্যস্থল। আর এই সমুদ্র সৈকতে ঝাউবন ছাড়া যদি অন্য কিছু দেখতে পাওয়া যায়, তাহলে পর্যটকদের কাছে তা সোনায় সোহাগা।

১৯শে এপ্রিল মন্দারমণির নিউ জলধা মৎস্য খাটিতে উদ্ধার এক বিরল প্রজাতির অতিকায় কচ্ছপ। আর এই কচ্ছপটিকে ঘিরে পর্যটকদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়।

১৮ই এপ্রিল সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ওই খাটির মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এই বিরল প্রজাতির কচ্ছপটি। এরপর ১৯শে এপ্রিল মৎস্যজীবীরা মৎস্য খাটিতে কচ্ছপটি নিয়ে আসেন।

এক্ষেত্রে মৎস্যজীবী থেকে স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের কচ্ছপ এখানে আগে কোনও দিন দেখা যায়নি। যদিও পরে কচ্ছপটিকে মৎস্যজীবীরা পুনরায় সমুদ্রে ছেড়ে দেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles