ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
দেশে একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রীর মহিলাদের সুরক্ষার প্রতি আরও যত্নবান হওয়া উচিত বলে মন্তব্য করলেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফের প্রধান ক্রিস্টিন লাগার্দে।
তিনি বলেন, ভারতের আর্থিক উন্নতি অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু সাম্প্রতিককালে সেখানে দুই নাবালিকাকে জঘন্যভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত মেয়েদের নিরাপত্তার দিকে আরও গুরুত্ব দেওয়া। গত সপ্তাহে দুটি ৭ ও ৮ বছরের মেয়েকে ধর্ষণ করে খুনের খবর সামনে এসেছে। সে ব্যাপারে প্রশ্ন করায় এই মন্তব্য করেন তিনি।
ক্রিস্টিন বলেন, শুধু মেয়েদের ব্যাপারে কথা বলা নয়, তাঁদের নিরাপত্তার ব্যাপারে প্রধানমন্ত্রীকে আরও গুরুত্ব দিতে হবে। কারণ ভারতের মেয়েদের জন্য সেটা জরুরি।
এ বছরের শুরুতে দাভোসে আইএমএফের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের কথা খুব বেশি না বলায় তিনি ক্ষুব্ধ হন বলে ক্রিস্টিন জানিয়েছেন। যদিও একইসঙ্গে পরিচিত এই নারীবাদী বলেছেন, ভারতের মেয়েদের নিরাপত্তার ব্যাপারে তাঁর এইসব বক্তব্য একেবারেই তাঁর নিজস্ব মতামত, তার সঙ্গে আইএমএফের কোনও সম্পর্ক নেই।