33 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে ১লা মে

মিজান রহমান, ঢাকা:

বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ১ লা মে রাতে আর সরকারি ছুটি থাকবে ২রা মে। ১৭ই এপ্রিল শ্রাবন মাসের চাঁদ দেখা যাওয়ায় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনে এই সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের আকাশে শ্রাবন মাসের চাঁদ দেখা গেছে। তাই ১৮ই এপ্রিল থেকে শ্রাবন মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে ১লা মে দিবাগত রাতে। শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে আরবি শ্রাবন মাসের ১৫ তারিখে পালিত একটি পূণ্যময় রাত। বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানগণ বিভিন্ন কারণে এটি পালন করেন। এই রাতকে লাইলাতুল বরাত বলা হয়। এই রাতকে আরবিতে 'লাইলাতুল বারাআত' বলা হয়। আর এই শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসেও সরকারি ছুটি থাকবে। ফলে টানা দুদিন ছুটি পাবেন সরকারি-বেসরকারি কর্মীরা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles