Webdesk, Bengal Today:
Thank you for reading this post, don't forget to subscribe!
১৩ই ফেব্রুয়ারি রায়গঞ্জের বারোদুয়ার ৩৪ নং জাতীয় সড়কে লড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ১ জনের। মৃতের নাম বিশ্বনাথ বর্মন। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে লক্ষণীয়ার বাসিন্দা বিশ্বনাথ বর্মন রায়গঞ্জ থেকে স্কুটিতে বাড়ি ফেরার পথে লড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এরপর ঘটনাস্থলেই মৃত্যু্ হয় তাঁর ।
মূলত দুর্ঘটনার জেরে এলাকার বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেন । এরপর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় এবং মৃতদেহটি রায়গঞ্জ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রায় দুই ঘন্টা পর পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে। আপাতত গোটা ঘটনাটি তদন্ত করে দেখছেন রায়গঞ্জ থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত পলাতক ঘাতক লড়ির চালক।