35.8 C
Kolkata
Friday, April 26, 2024
spot_img

জেলকোড অনুযায়ী যেটি প্রয়োজন সেটি করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

‘কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ওকালত নামায় স্বাক্ষর করতে দিচ্ছে না’ বিএনপির আইনজীবীদের এমন অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জেলকোড অনুযায়ী যেটি প্রয়োজন, সেটি করা হচ্ছে। ২৩ মার্চ  শুক্রবার বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন আয়োজত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘তাদের এ অভিযোগ সঠিক নয়। জেলকোড অনুযায়ী যখন যেটা প্রয়োজন, যেটার স্বাক্ষর করা প্রয়োজন তার সামনে উপস্থাপন করা হয়। এটি জেলকোডের নিয়মানুযায়ী হতে হয় এবং সে অনুযায়ী হচ্ছে। জেলকোড অনুসরণ করে যেটাই খালেদা জিয়ার কাছে গিয়েছে, সেটি সঠিকভাবেই হয়েছে।’ বিএনপিকে জনসভা করার অনুমতির দেয়া হচ্ছে না এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘পুলিশ যখন মনে করে সভায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা আশঙ্কা থাকে তখনই তারা সভা থেকে বিরত থাকতে বলে। এর মানে এই নয়, কোনো দিনই সভা করতে দেবে না।’ জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন—গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হারুন অর রশিদ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আলাউদ্দিন, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. গিয়াস উদ্দিন, জেলা প্রশাসন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১০ কোটি টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। 

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles