32 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

দুই দিনের জ্বরে ২ বছরের শিশুর মৃত্যু

শান্তনু বিশ্বাস, অশোকনগর:

মাত্র দুই দিনের জ্বরে প্রান কেড়ে নিল ফুটফুটে হাঁস মুখের দুই বছরের এক শিশুর। মৃত শিশুটির নাম আয়ুষ ভক্ত। ঘটনাটি উওর ২৪ পরগনার অশোকনগর থানার অন্তর্গত অশোকনগর কল্যানগড় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন পল্লীর ঘটনা।

পরিবার সুত্রে জানা যায়, গত দুদিন ধরে শিশুটির জ্বর হয়েছিল ২২শে মার্চ অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ওষুধ দিয়ে শিশুটিকে ছেড়ে দেয়। এরপর ২৩ শে মার্চ সকালে শিশুটির হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে আবার অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। এরপরই হাসপাতাল চত্বরে শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পরেন। শিশুটির বাবা সোমনাথ ভক্ত ব্যাবসার কাজে ভিন রাজ্যে থাকে।

পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসার আগের দিন শিশুটিকে দেখে কেন ডাক্তার বাবুরা ভর্তি নিয়ে চিকিৎসা করলো না। এমন কি ঘটলো যে পরের দিন সকালেই মারা গেল শিশুটি। এই নিয়ে প্রশ্ন তুলছে শিশুর পরিবার। দিনে দিনে সরকারী চিকিৎসার ওপর আস্থা হারাচ্ছে সাধারন মানুষ। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles