বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:
Thank you for reading this post, don't forget to subscribe!
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ইউএস বাংলার পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। স্বামী ক্যাপ্টেন আবিদ সুলতানের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত করা হয়েছে তাকে। ২৩ মার্চ রাত ৭টায় বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় আবিদ-আফসানা দম্পতির একমাত্র সন্তান তামজিদ বিন সুলতান মাহি ও পরিবারের অন্যান্য সদস্যরাসহ স্থানীয় বসিন্দা উপস্থিত ছিলেন। এরআগে সকাল সাড়ে ৯টার দিকে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসানা। প্লেন দুর্ঘটনায় আবিদ সুলতানের মৃত্যুর পর তার শোকে গত ১৮ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি, তারপর থেকে আফসানা এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।