Bureau Report, 24 June 2023: তৃণমূল প্রার্থীর বাড়িতে দুঃসাহসিক চুরি। চুরি গিয়েছে নগদ টাকা, সোনার অলংকার, রুপোর লক্ষ্মী গণেশের মূর্তি। তবে ঘটনায় রাজনীতির কোন বিষয় নেই বলে মনে করছেন পরিবারের সদস্যরা। ঘটনায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পরে মছলন্দপুর দু’নম্বর পঞ্চায়েতের সলুয়া এলাকায়।
ঘটনার খবর দেওয়া হয় হাবড়া থানায়। তদন্তে নেমেছে পুলিশ।