Arindam Raychoudhhury, Sealdah, Kolkata, 24 June 2023: আপনি কি শিয়ালদহ – হাওড়া শাখায় ট্রেনে যাতায়াত করেন? তাহলে আপনাদের জন্য রয়েছে দারুণ খবর। যে বন্দে ভারত নিয়ে এত মাতামাতি, এত চর্চা, সেই বন্দে ভারতে যাত্রা করতে পারবেন আপনিও।
Thank you for reading this post, don't forget to subscribe!
অর্থাৎ এবার থেকে লোকাল ট্রেনের যাত্রীরাও যাতায়াত করতে পারবেন বন্দে ভারতে। একবার ভেবে দেখুন, আপনি ধরুন দমদম স্টেশন থেকে রানাঘাট লাইনে বা বনগাঁ-বারাসত লাইনের ট্রেন ধরার জন্য অপেক্ষা করছেন, আর দেখলেন আপনার জন্য ইএমইউ লোকালের বদলে স্টেশনে এসে দাঁড়াল ঝাঁ চকচকে একটি এসি বন্দে-ভারত লোকাল ট্রেন।