Arindam Raychoudhury, 24 June 2023: আলমবাজারের একটি অবৈধ কল সেন্টারের কার্যক্রম সম্পর্কে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়ে। পুলিশ সুত্রে জানা যাচ্ছে ঋণ প্রদানের জন্য “গ্লোবাল ফিনসোল টেকনোলজি” এর ছদ্মবেশে একটি অবৈধ কল সেন্টার থেকে দশটি সিম কার্ড সহ বেশ কিছু ওয়ারলেস ফিক্সড জিএসএম ফোন এবং মোবাইল নম্বর ও ঠিকানা সম্বলিত কয়েকটি নোটবুক বাজ্যাপ্ত করেছে ব্যারাকপুর সাইবার ক্রাইম থানা।

Thank you for reading this post, don't forget to subscribe!
ইতিমধ্যেই ব্যারাকপুর সাইবার ক্রাইম থানার মামলা নং – 09/23, তারিখ – 22/06/23, ধৃতদের বিরুদ্ধে U/S – 413/419/420/406/120B IPC ধারায় একটি মামলা রুজু হয়েছে ।

এই অভিযান রাজ্য জুড়ে পরিচালিত অবৈধ কল সেন্টারগুলির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত। এই কেন্দ্রগুলি প্রায়ই নিরপরাধ মানুষকে তাদের অর্থ প্রতারণা করার জন্য অনৈতিক এবং অবৈধ পদ্ধতি ব্যবহার করে। এই অভিযান একটি অনুস্মারক যে সরকার তার নাগরিকদের নিশ্চয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা এই ধরনের অবৈধ কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।