শান্তনু বিশ্বাস, গাইঘাটা:
Thank you for reading this post, don't forget to subscribe!
১৭ই মার্চ উত্তর ২৪ পরগনার গাইঘাটার অন্তর্গত জলেশ্বর শিব মন্দির এলাকায় শাড়ি নিয়ে খেলার ছলে গলায় শাড়ি পেচিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু বছর ১২ এক কিশোর। মৃতের নাম সুদীপ দাঁ। সুদীপ গাইঘাটার জলেশ্বর হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সুত্রে খবর, ঘটনার দিন দুপুর ১২টা নাগাদ নিজেদের ঘরে বৃদ্ধ দাদু ঠাকুমার সঙ্গে ছিল সুদীপ। তাঁর বাবা গ্রিলের দোকানে কাজে ব্যস্ত ছিলেন এবং তাঁর মা তার দাদাকে মাধ্যমিক পরিক্ষা দিতে নিয়ে গিয়েছিল। ঠিক তখনই ঘটে ঘটনাটি। স্থানীয়দের দাবী, আগা গোড়াই বাড়িতে মেয়ে সুলভ আচরন ছিল সুদীপের। এমনকি ঘটনার দিনও আচমকাই শাড়ি নিয়ে খেলতে খেলতে গলায় জড়িয়ে মারাত্বক জখম হয় সুদীপ। এরপর সাথে সাথে তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। বর্তমানে এই কিশোরের মৃত্যুতে গাইঘাটার জলেশ্বর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।