শান্তনু বিশ্বাস, হাবড়া:
১৭ই মার্চ হাবড়া থানার অন্তর্গত দক্ষিণ হাবড়া স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলাকালিন অসুস্থ হয়ে পরেন সুদীপা ভদ্র নামে এক পরীক্ষার্থী। এরপর তাকে সাথে সাথে স্কুল ও বোর্ডের লোকজন হাবড়া হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসা হওয়ার পরে কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতালে বসেই ফের পরীক্ষা দেয় সুদীপা। উল্লেখ্য অসুস্থ সুদীপা ভদ্র হাবড়া আক্রমপুরের ছাত্রী।
You May Share This