অরিন্দম রায় চৌধুরী, ১৪ই জুলাই, ২০২১, কলকাতাঃ দেশের সর্বত্র যে ছবি দেখা যাচ্ছে, সেখানে সকলে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন COVID সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে। মাস্কহীন সেই দৃশ্য চিন্তা বৃদ্ধি করেছে। আর এই প্রেক্ষাপটে ফের একবার দেশের মানুষকে সতর্ক করল কেন্দ্র। মঙ্গলবার সাফ জানান হয়েছে যে করোনার তৃতীয় ঢেউ (Third wave ) কোনও আবহাওয়া পূর্বাভাস নয় যে সংশয় থাকবে। এই ঢেউ অবশ্যম্ভাবী। বিশ্বের নানা দেশে ইতিমধ্যেই এই তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। ভারত যা পারে তা হল এই ঢেউ যাতে ভয়াল হতে না পারে তার জন্য সচেতন হয়ে ওঠা।
Thank you for reading this post, don't forget to subscribe!
প্রসঙ্গত, দেশের পার্বত্য অঞ্চল, সহ বেশ কিছু পর্যটন কেন্দ্রে ভিড় করেছেন পর্যটকেরা। সামাজিক দূরত্ব সরিয়ে মাস্ক না পরে দেদার চলছে ভ্রমণ ও আমোদ। যে ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। জুলাইয়ের শেষ কিংবা অগাস্টের শুরুতেই কোভিডের তৃতীয় ঢেউ হানার ইঙ্গিত রয়েছে৷ তার আগেই এমন ‘অসচেতন’ দৃশ্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কেন্দ্রের৷
স্বাভাবতই করোনার অনিবার্য তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা দিয়ে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের। কোভিড রুখতে সব নিয়ম কঠোরভাবে পালন করার নির্দেশ। রাজ্যগুলির মুখ্যসচিবদের চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাজার এবং সর্বজনীন স্থানে বেপরোয়া মনোভাব ঠেকাতে নির্দেশ দেওয়া হয়েছে। বেপরোয়া পদক্ষেপ ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে করোনাকালে রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ বাড়লেও ১৬ জুলাই থেকে কার্যত লকডাউনে কিছু ক্ষেত্রে ছাড় দিল রাজ্য সরকার। একনজরে দেখে নেওয়া যাক কি কি বিধি নিষেদ মানতে হচ্ছে রাজ্যবাসিকেঃ
মেট্রোঃ
- ১৬ জুলাই থেকে সাধারণের জন্য খুলে যাচ্ছে মেট্রো।
- সপ্তাহে ৫দিন সোম থেকে শুক্রবার পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী সাধারণের জন্য চলবে মেট্রো।
- শনি-রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
- মেট্রোতে যাত্রীদের মাস্ক পরা, মেট্রোতে নিয়মিত স্যানিটাইজেশন ও কোভিড সংক্রান্ত বিধি পালনের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব থাকছে স্থানীয় প্রশাসন ও মেট্রো রেল কর্তৃপক্ষের।
ডকান-হাটঃ
- ১৬ জুলাই থেকে দোকান-বাজার-শপিং মলে থাকছে না সময়বিধি।
- ১৬ জুলাই থেকে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মল।
- রাজ্য-জাতীয় স্তরের প্রশিক্ষণের জন্য খুলবে সুইমিং পুল।
- সকাল ৬-১০টা পর্যন্ত শর্তসাপেক্ষে খোলা যাবে সুইমিং পুল।
- সকাল ১০-বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
ট্রেনঃ
- স্টাফ স্পেশাল ছাড়া আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন।
স্কুল কলেজঃ
- আপাতত বন্ধই থাকছে স্কুল-কলেজ
সিনেমা হলঃ
- আপাতত বন্ধই থাকছে সিনেমা হল।
রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক, বিনোদন সংক্রান্ত জমায়েতঃ
- নিষিদ্ধই থাকছে সমস্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক, বিনোদন সংক্রান্ত জমায়েত।
আচার অনুষ্ঠানঃ
- যদিও বা শেষকৃত্য অনুষ্ঠানে ২০ জনের বেশি থাকা যাবে না।
- এমনকি বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়।