সুব্রত রায়, কলকাতা, বেঙ্গল টুডে: এই মুহূর্তে শহর কলকাতার মোট তিনটি গুরুত্বপূর্ণ রুটের ট্রাম এখনো বন্ধ। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাম গুলি বন্ধ রয়েছে ।তবে এই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে আবার কবে স্বাভাবিক হবে ট্রাম তা নিয়ে প্রশ্ন উঠছে ।মূলত আমফান ঝড়ের কারনে তার ছিঁড়ে পড়ায় প্রায় সাত মাস কেটে যাওয়ার পরও খিদিরপুর থেকে ধর্মতলা ও বিধান নগর থেকে হাওড়া রুটের ট্রাম এখন পর্যন্ত বন্ধ। বিধান নগর থেকে হাওড়া রুট চালু হয়ে গেলেও বিধান নগর থেকে ধর্মতলার রুটের ট্রাম এই মুহূর্তে শিয়ালদা ফ্লাইওভারের জন্য বন্ধ। ট্রাম চললে এখানে অসুবিধার পাশাপাশি বিপর্যয়ও ঘটতে পারে। তাই আপাতত এখানে ট্রাম চলাচল বন্ধ রয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!