সোমনাথ গুপ্ত,দূর্গাপুর,বেঙ্গল টুডে: ‘দাদার অনুগামী দুর্গাপুর’ এই ব্যানারকে সামনে রেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রক্তদান শিবির অনুষ্টিত হল সোমবার শুভেন্দু অধিকারীর অনুগামীদের উদ্যোগে । দুর্গাপুরের ৪টি ব্লক থেকে মোট পঁচিশ জন রক্তদান করেন শুভেন্দু অধিকারীর জন্মদিন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে।অপরদিকে দূর্গাপুরের তৃণমূল নেতা উত্তম মুখার্জী অভিযোগ করেন সরকারি হাসপাতালে এভাবে কারোর পোস্টার লাগিয়ে রক্তদান শিবির হবে এটা মানা যায় না।