Thursday, March 23, 2023
spot_img

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি

সুদিপ ঘোষ, নদিয়া, বেঙ্গল টুডে:ভোটের দিন যত এগিয়ে আসছে বঙ্গ রাজনীতিতে উত্তাপ অনুভূত হচ্ছে।১০ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে বিজেপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।তিনি কলকাতা থেকে ডায়মন হারবার এর উদ্দেশ্যে রওনা দেয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। শুধুমাত্র নাড্ডা জির গাড়ি নয় সাথে থাকা বিজেপির উচ্চ নেতৃত্ব মুকুল রায় থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গীয় তাদের গাড়ির উপরে ও পাথর নিয়ে চড়াও হয় কিছু মানুষ। তাদের গাড়ি ভাঙচুর করা হয় এই নিয়ে রাজ্য রাজনীতিতে এক উত্তাল পরিস্থিতি সারা দিন যাবত শুরু হয়ে যায়। বৃহস্পতিবার নদিয়ার  কৃষ্ণনগরের পোষ্ট অফিস মোড়ে রাত দশটার সময় বিজেপির পক্ষ থেকে অনশন ধর্মঘটের মঞ্চ তৈরি করে প্রতিবাদ করার কর্মসূচি ছিল কিন্তু পুলিশ এসে সেই মঞ্চ তৈরিতে বাধা দেওয়ায় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে একাধিক বিজেপি জেলা নেতৃত্ব। পুলিশ অনুষ্ঠান মঞ্চ তৈরিতে বাধা দেয়ার ফলে বিজেপি কর্মী সমর্থক ও বিজেপি নেতা অনুপ দাস সহ অনেকেই রাস্তায় বসে পড়েন এবং তাদের অনসন কর্মসূচি শুরু করেন। অবিলম্বে পুলিশ এসে পথ অবরোধ তোলার জন্য অনুরোধ জানান এবং পুলিশ হস্তক্ষেপে অবরোধ তোলা হয় এ নিয়ে বিজেপি নেতা অরূপ দাস বলেন তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এই হামলা করেছে দলদাস পুলিশকে সঙ্গে নিয়ে। এমনটাই অভিযোগ বিজেপির কিষান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার এর।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles