প্রবন্ধ দাস, মুর্শিদাবাদ,বেঙ্গল টুডে: তীব্র শীতকে উপেক্ষা করে স্বামী দাবি করে সন্তান কোলে নিয়ে যুবকের বাড়ির সামনে ধর্ণায় যুবতী । যদিও তাঁর অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি যুবকের পরিবারের। তার স্বামীকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যর রিসোর গ্রামের বাসিন্দা ওই যুবতীর নাম জয়া সরকার। তিনি বলেন , বছর দেড়েক আগে সামশেরগঞ্জের চাচণ্ড এলাকার বাসিন্দা নিমাই দাসের সঙ্গে বিয়ে হয় তাঁর। একটি সন্তান রয়েছে তাঁদের। বর্তমানে অন্তঃসত্ত্বা জয়া। তাঁর অভিযোগ, স্বামী-শ্বশুরবাড়ি কেউ তাঁকে মেনে নিচ্ছে না। সেই কারণেই বুধবার সকালে সন্তানকে কোলে নিয়ে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন ওই যুবতী। স্বীকৃতী না দেওয়া পর্যন্ত ধর্না চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন তিনি। এদিকে অভিযুক্ত যুবকের পরিবারের দাবি, তাঁদের ছেলের সঙ্গে জয়ার বিয়ে হয়নি। অন্য কারও স্ত্রী ওই যুবতী। সেখানে আশ্রয় না পেয়ে তাঁদের বাড়ির দরজায় বসেছে যুবতী। প্রসঙ্গত , ভালবাসা ফিরে পেতে প্রথম ধর্নার পথ বেছে নিয়েছিল ধূপগুড়ির অনন্ত। জিতেও গিয়েছিল সে,অবশেষে দীর্ঘদিনের প্রেমিকাকে ফিরে পেয়েছিল । তারপর থেকে হারানো ভালবাসা ফিরে পেতে অনেকেই ধর্নার পথ বেছে নিয়েছেন। যদিও এই রকম পরিস্থিতি এই গ্রামে আগে হয়নি, শীতের সকালে এরকম ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ ব্লকের চাচন্ড গ্রামে ।
Thank you for reading this post, don't forget to subscribe!