অরুপ অধিকারী,উওর ২8 পরগনা,বেঙ্গল টুডে : ছদ্দবেশ ধরে ঈশ্বরিগাছা আমবাগান থেকে পাঁচ ডাকাতকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত ১২টা পুলিশ ঈশ্বরিগাছা আমবাগানে হানা দেয়। ডাকাতরা কিছু বুঝে ওঠার আগেই তাদের ধরে ফেলে। ধৃতদের নাম সাইফুল সর্দার ,আকবর আলি মন্ডল ,মুস্তাফি মন্ডল ,শাজাহান আলি মন্ডল ,ও সিরাজুল মন্ডল। এদিন ধৃতদের কাছ থেকে টাঙ্গি, ভোজালি, লোহার রড এবং আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এই দুষ্কৃতীরা। ধৃতদের আজ সাতদিনের হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠিয়েছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!