রামকৃষ্ণ পাল, ঝাড়গ্রাম, বেঙ্গল টুডে: ঘটনাটি ঘটে গত ২৯শে নভেম্বর রাত্রে, ঝাড়গ্রামের খেমাশুলী সংলগ্ন নিশ্চিন্তা জঙ্গল এলাকায়। স্থানীয়দের বক্তব্য,বিদ্যুতপৃষ্ট হয়ে মারা গেছে এই হাতিটি। প্রশাসনিক সূত্রে যদিও এখনো পর্যন্ত কোনো কারন নিশ্চিত করা যায়নি ।ঝাড়গ্রাম জেলার সাকরাইল থানার নিশ্চিন্তা জঙ্গল চত্বরে অবস্থি্ত লেপ্সি বাঁধের পাশ দিয়েই চলে গেছে হাই টেনশন এর তার। স্থানীয় সূূূত্রে খবর,একটি গাছ সেই হাই টেনশনের তারে লেগেছিল,২৯ শে নভেম্বর ভোরবেলায় চারটে হাতি ঐ জঙ্গলে ঢোকে এবং ঐ গাছটির সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হাতিটির। ৩০শে নভেম্বর, সোমবার সকাল নাগাদ গ্রামবাসীদের নজরে আসে ওই হাতির মৃতদেহটি। পরবর্তীতে গ্রামবাসীরা বনদপ্তরে খবর দিলে, হাতির মৃতদেহটিকে উদ্ধার করেন তারা।
You May Share This