‘কৈলাস বিজয়বর্গীয়কে গ্রেফতার করা হয়নি। তিনি নিজেই বাসে উঠে যান ও পরে নেমে যান’, এমনটাই জানিয়েছে পুলিশ। আজ বাম দলগুলির দেশ জোড়া ধর্মঘটের দিনই মাঝেরহাট ব্রিজ অবিলম্বে চালুর দাবিতে BJP-র মিছিল ঘিরে ধুন্ধুমার। তারাতলায় গার্ডরেল ভেঙে বিক্ষোভ বিজেপির। পাল্টা লাঠিচার্জ পুলিশের। আটক বেশ কয়েকজন BJP কর্মী ও সমর্থক। বিজেপি-র দাবি কৈলাস বিজয়বর্গী ঘটনাস্থলে গেলে তাঁকেও ধরে বাসে তোলে পুলিশ। কিছুক্ষণ পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও তিনি বলেন আগে কর্মীদের ছাড়তে হবে তারপর আমি যাব। কৈলাসের অভিযোগ, কোনওরকম প্ররোচনা ছাড়াই লাঠিচার্জ করেছে পুলিশ। যার পাল্টা পুলিশের দাবি, ‘কৈলাস বিজয়বর্গীয়কে গ্রেফতার করা হয়নি। তিনি নিজেই বাসে উঠে যান ও পরে নেমে যান’।
Thank you for reading this post, don't forget to subscribe!