বামেদের ভারত বন্ধের মধ্যেই মাঝেরহাট ব্রিজ চালুর দাবিতে মিছিল বিজেপির। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, লাঠিচার্জ পুলিশের। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তারাতলা থেকে যে সমস্ত রাস্তাগুলি ডান দিকে বাঁ দিকে চলে গিয়েছে, সেই গলিগুলির ভিতরে বিজেপি কর্মী-সমর্থকরা জড়ো হয়েছেন। যখনই তাঁরা জমায়েত করছেন তখনই অন্যদিক থেকে পুলিশ আসছে এবং তাঁদের সরিয়ে দিচ্ছে। বাড়ির ভিতরে কেউ লুকিয়ে রয়েছে কি না তা দেখা হচ্ছে পুলিশের তরফে। গোটা এলাকা কার্যত দখল নিয়েছে পুলিশকর্মীরা।
Thank you for reading this post, don't forget to subscribe!