ওয়েবডেস্ক, বেঙ্গলটুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
এবার আইপিএলের শুরু থেকেই মুম্বইয়ের হয়ে খেলেছেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্কা। মূলত টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই তাঁকে বোলিং মেন্টর হিসেবে নিয়োগ করেছেন মুম্বই ইন্ডিয়ান্স। উল্লেখ্য গত এক দশকে বোলার হিসেবে মুম্বই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন মালিঙ্গা। এখন পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সে আইপিলে ১৫৭ টি ম্যাচ খেলেছে সেগুলির মধ্যে ১১০ ম্যাচেই খেলেছেন তিনি। এবার সেই মালিঙ্গাই মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনের সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করবেন। মাহেলার সাপোর্টি স্টাফ হিসেবে রয়েছেন বোলিং কোচ শেন বন্ড, ব্যাটিং কোচ রবিন সিংহ এবং নবনিযুক্ত ফিল্ডিং কোচ জেমস পেম্যান্ট।
মূলত মুম্বইয়ের বোলিং মেন্টর হিসেবে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মালিঙ্গা। তিনি বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সে সঙ্গে থাকার এই সুযোগ একটা দারুণ ব্যাপার। গত এক দশকে মুম্বই আমার দেশের বাইরে ঘর হয়ে উঠেছে। খেলোয়াড় হিসেবে মুম্বইয়ের হয়ে খেলাটা উপভোগ করেছি। আশা করছি মেন্টর হিসেবেও অভিজ্ঞতাটা একই রকম হবে।’ পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানি বলেন, মালিঙ্গাকে মেন্টর হিসেবে পাওয়ায় দলের তরুণ খেলোয়াড়রা উপকৃত হবে।