28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

সাইকেলে চেপে ছিনতাই তীর্থযাত্রীদের লাখ টাকা

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

১২ ই মার্চ শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে সাইকেল চেপে এসে বৃদ্ধের নগদ প্রায় এক লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পলাতক দুষ্কৃতী। বর্তমানে গোটা ঘটনার তদন্তে শিলিগুড়ি থানার পুলিশ।

মূলত শিলিগুড়ি সংলগ্ন এক নম্বর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ভোলামোড় এলাকার বাসিন্দা বছর ৭৫ এর গোপাল রায়। বাড়িতে তাঁর স্ত্রী ও ছেলে। গোপালবাবু ব্যবসা করতেন। এখন তীর্যযাত্রা করে বেড়ান। ১১ই মার্চ রাতে দ্বারকানাথের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ২২ জনের। আর সেখান থেকে যাওয়ার কথা আরও পাঁচ জায়গায়। নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ট্রেন। কিন্তু এবারের তীর্থযাত্রা আদৌ সম্ভব? কারণ, তাদের জমানো টাকা ও ২২টি টিকিট ছিনতাই হয়ে গেছে।

ঘটনাসুত্রে খবর, ১১ ই মার্চ দুপুরে সাইকেল চেপে অন্য এক তীর্থযাত্রীর বাড়ি যাচ্ছিলেন গোপালবাবু। হ্যান্ডেলে ঝোলানো ছিল ব্যাগ। সেখানে ছিল নগদ প্রায় ১ লাখ টাকা। গ্রুপের সবাই তাঁর কাছে টাকা দিয়ে রেখেছিলেন। এমনকি সবার টিকিটও ছিল। এছাড়া, ATM কার্ড, ভোটার কার্ড সহ একাধিক নথি ছিল ওই ব্যাগে। কিন্তু এদিন গন্তব্যে পৌঁছানোর আগে সুভাষপল্লি এলাকায় এক পরিচিতের সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। আর তারপরই গল্পে মশগুল হয়ে পড়েন ২ জনেই। সাইকেলটা তাঁর পাশেই রাখা ছিল। অভিযোগ এরই মাঝে ওই দুষ্কৃতী কখন নিজের সাইকেল রেখে তাঁর সাইকেল নিয়ে চম্পট দিয়েছে তা বুঝতে পারেননি গোপালবাবু।

পরে ঘটনার দিন রাতে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। আপাতত এই ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছেন। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles