41 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

কিষান সভার ডাকে মহারাষ্ট্র বিধানসভা অভিযান

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

১২ ই মার্চ মুম্বাইয়ের আজাদ ময়দানে জনসমুদ্র। কারন সিপিএমের ডাকে মহারাষ্ট্রের হাজার হাজার কৃষক জড়ো হন কৃষকদের ঋণ মকুব, ফসলের ন্যায্য দাম সহ একাধিক দাবীতে মহারাষ্ট্র বিধানসভায় অভিযান করেন কৃষকরা।

মূলত বিগত ৬ই মার্চ থেকে তারা পথ হাঁটছেন। ১১ই মার্চ তারা নাসিক থেকে পদযাত্রা করে মুম্বাইয়ের কে জি সোমাইয়া ময়দানে চলে এসেছিলেন অল ইন্ডিয়া কিষান সভার ৩০ হাজারেরও বেশি সদস্য। এরপর এদিন মধ্যরাত থেকে তারা মিছিল করে আজাদ ময়দানে আসেন।

কৃষকদের দাবী, ফসলের দাম উৎপাদন মূলের দেড়গুণ করতে হবে। প্রাকৃতি বিপ‌র্যয়ে কৃষকদের ক্ষতিপূরণের পরিমাণ একরপ্রতি কমপক্ষে ৪০ হাজার টাকা করতে হবে। আদিবাসীদের জঙ্গলের জমি থেকে উৎখাত করা ‌যাবে না। উল্লেখ্য এদিন অর্থাৎ ১২ই মার্চ প্রতিবাদী কৃষকদের সাথে দেখা করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নোবিশ।

অপরদিকে জানা যায়, এই সকল প্রতিবাদী কৃষকদের আন্দোলনকে সমর্থন জানান মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা, শিবসেনা ও আম আদমি পার্টি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles