28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

সোশ্যাল সাইটে বৌদির অমতে তার নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ছবি পোষ্ট করায় আত্মহত্যার চেষ্টা গৃহবধুর

শান্তনু বিশ্বাস, হাবড়া:

৬ই মার্চ হাবড়া থানার অন্তর্গত শ্রীনগর এলাকার এক গৃহবধুর দেওর বৌদির নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে বৌদির অমতে তাঁর মেমরি কার্ডে থাকা ছবি পোষ্ট করেন। এমনকি এ বিষয়ে বৌদিকে ব্লাক মেল করায় গৃহবধু আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুত্রের খবর, এই ঘটনার সুত্রপাত ঘটে মাস খানেক আগে। অর্থাৎ মাস খানেক আগে গৃহবধুর ফোনের মেমরি কার্ডটি হারিয়ে যায়। তার পর থেকেই মাঝে মাঝে সোশ্যাল সাইটে মেমরি কার্ডে থাকা ছবি পোষ্ট করতে দেখা যায় উক্ত মহিলার নামে একটি অপরিচিত ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এর জেরে প্রথম থেকেই সন্দেহ ছিল গহবধুর স্বামীর  ভাই দীপঙ্কর ঘোষের দিকে। এই নিয়ে পরিবারে মাঝে মাঝেই অশান্তিও হত। এমনকি এ বিষয়ে গৃহবধু আগে একবার দীপঙ্কর ঘোষের নামে হাবড়া থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ সেই মতো দীপঙ্কর কে বাড়ি থেকে ধরে নিয়ে আসে। কিন্তু পরিবারের লোকজন দীপঙ্করকে ছাড়িয়ে নিয়ে যায় এই ভেবে হয়তো সে নিজেকে এবার সুধরে নেবে। কিন্তু দীপঙ্কর তারপর থেকেই নানা ভাবে গৃহবধু কে ব্লাক মেল করতে থাকে। পাশাপাশি গৃহধূর স্বামী শুভঙ্কর এবং পুলিশ তার কিছু করতে পারবে না বলেও সে বৌদিকে ভয় দেখায়।

অভিযোগ, বেশ কিছুদিন ওই অপরিচিত ফেসবুক অ্যাকাউন্টে ছবি পোষ্ট করা বন্ধ থাকলেও গত ৬ ই মার্চ ফের গৃহবধূর ছবি সোশ্যাল সাইডে ছাড়া হয়। এর জেরে ঘটনার দিন রাতে বাড়িতে অশান্তি শুরু হলে গৃহবধূ সে সময় তাঁর নিজের ঘরে ঢুকে কাচের গ্লাস ভেঙে তা দিয়ে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। এদিন রাত ২ টো নাগাদ গৃহবধূকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাবড়া হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles