37 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

দীর্ঘ দিন “সেফ ড্রাইভ, সেভ লাইফ” এর গুরুত্ব বোঝানোর পর এবার কঠোর ব্যারাকপুর কমিশনারেট

অরিন্দম রায় চৌধুরী, ব্যারাকপুর:

বুধবার সকাল থেকেই ব্যারাক্পুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন রাস্তায় পুলিশের ট্রাফিক বিভাগ বেপরোয়া গাড়ী চালানো রুখতে এক বিশেষ অভিযান চালায়।কমিশনারেটের অন্তরগত বিভিন্ন রাস্তা থেকে প্রায় চারশ মোটর বাইক আরোহীর বিরুদ্ধে দ্বিতীয় অর্ধের মধ্যেই ধরে কেস দেওয়া হয়।

পুলিশের এই বিশেষ অভিযানেস্পেশাল বিশেষতঃ কানে মোবাইল দিয়ে গাড়ি চালানো, হেলমেট না পড়া, স্পীড লেজারগানের মাধ্যমে গাড়ির ওভার স্পীড, ট্রিপল রাইডিং, সিগনাল ভায়োলেটিং এবং ব্রেথ অ্যানালাইজার দ্বারা নির্ধারিত ড্রাইভ করার সময় চালক মদ্যপ অবস্থায় আছে কিনা তা দেখা হয়। দিনের শেষে দেখা যায় প্রায় ৪০০ টি বাইককের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে যার মধ্যে ১৫টি লাইসেন্স সামহিক ভাবে বরখাস্ত করা হয়ে। এরই মধ্যে ১জন বাইক আরহিকে মদ্যপ অবস্থায় বাইক চালানোর দায় আটক করে টিটাগড় থানার হাতে তুলে দেওয়া হয়।

দীর্ঘ দিন ধরে মানুষকে নানা ভাবে "সেফ ড্রাইভ, সেভ লাইফ" নিয়ে বোঝানোর পর, এবার কঠোর পদক্ষেপ গ্রহন করলো ব্যারাকপুর কমিশনারেট। এই ধরনের অভিযান আগামী দিনেও আরও করে হবে বলে ব্যারাকপুর ট্র‍্যাফিক দফতর সুত্রে খবর। এখন দেখার এবার মানুষ একটু সচেতন হয়ে কিনা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles