Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ আধুনিকতার নেশায় আমরা এতটাই বুঁদ হয়ে গেছি যে আধুনিক প্রযুক্তি, স্মার্টফোন ছাড়া কিছুই আমাদের চোখে পড়ে না। হাতে একটা স্মার্টফোন থাকলেই ‘আমরা সবাই রাজা’। কি-না হয় এই স্মার্টফোনের যুগে, দুনিয়া হাতের মুঠোয়; যা চাইবেন তাই পাবেন। কিন্তু এই আধুনিকতার দৌড়ে আমরা নিজেদেরকে যতই স্মার্ট করে তুলি না কেন কোথাও গিয়ে কিন্তু ‘সেদিনের’ কালচারটাকে একটু হলেও মিস করি। নিজেই ভেবে দেখুন! সেইরূপ আধুনিক প্রযুক্তির দৌলতে ঘরে ঘরে গ্রামাফোন, রেডিও, সিডি বা ডিভিডি প্লেয়ারের সংখ্যা দিন দিন কমেছে, বলা বাহুল্য নেই বললেই চলে। তাই আগের মত সিডিতে গান শোনার অভ্যেস হারিয়েছে অনেকেই, তাই বলে কি গান থেমে থাকবে? না! বাঙালির মনে প্রাণে গান। ‘তুমি আমার চিরদিনের…’। শুধু বাঙালি কেন গানের কোনো জাত-ধর্ম-বর্ণ হয়না।
এসব বিষয়কে মাথায় রেখে বুধবার শহর শিলিগুড়ির এক সদ্য প্রস্ফুটিত ক্যাফে “ওপেন টি হাউসে” “অল্টারনেটিভ ভয়েসের” তরফ থেকে শিল্পী আদিত্য ঘোষের অ্যালবাম রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শহরের যে বিশিষ্ট ৩ ব্যক্তিত্বের হাত ধরে এই অ্যালবামটি প্রকাশ পায় তাঁরা হলেন শিলিগুড়ি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক অভিজিৎ মজুমদার, সমগ্র উত্তরের প্রথম সারির লিটিল ম্যাগাজিন ‘মল্লারের’ সম্পাদক শুভময় সরকার এবং শহরের অন্যতম সংস্কৃতি কর্মী ও উত্তরবঙ্গের অন্যতম লিটিল ম্যাগাজিন ‘গদ্যে পদ্যে ছড়িয়ে ছিটিয়ের’ সম্পাদক গৌতম চক্রবর্তী। শিল্পীর এই অ্যালবামে রয়েছে তিনটি গান, ” আ সং ফর দি পিওপিল বাই দি পিওপিল”, “ওয়ার্ডস আর অল উই হ্যাভ, কাশ্মীর” এবং ” ফর দালিতস”। যা সমসাময়িক বিষয়ের ওপর ভিত্তি করে গাওয়া। অ্যালবামটি পাওয়া যাবে বিভিন্ন অডিও প্ল্যাটফর্ম যথা, “সাভান”, “আই টিউন্স”, “অ্যাপেল মিউজিক”, “স্পটিফাই”, “গুগল প্লে মিউজিক”, “ইউটিউব মিউজিক”, “অ্যামাজন মিউজিক” ইত্যাদিতে। আগে যেমন শিল্পীর সিডি বিক্রি হলে তাঁকে সেই টাকার রয়্যালটি দেওয়া হত, ঠিক তেমনি ভাবে উপরিউক্ত অ্যাপগুলিতে যতবার গান গুলি চালিয়ে শোনা হবে তার ওপর ভিত্তি করে শিল্পী পাবেন রেভিনিউ। এছাড়াও যারা ইচ্ছুক তারা অনলাইনে অ্যালবামটি কিনতে পারবেন।