Thank you for reading this post, don't forget to subscribe!
নিজস্ব সংবাদ, কলকাতা, ১৮ই অক্টোবর, ২০১৯: উৎসব মানেই তো আনন্দ, উৎসব মানেই খুব মজা। সারাটা বছর ধরে নানা হাজার কাজের মধ্যে লিপ্ত থাকার পর বছরের এই কটা দিন বাঙালি একটু ছুটির স্বাদ পায়ে, আর তার থেকে কেউ বাদ যেতে চান না। এই কটা দিন বাঙ্গালির চলে চুটিয়ে মজা ও আনন্দ করা। পরিবার নিয়ে প্যান্ডেলে পান্ডেলে ঘুরে বেড়ানো। অনেক খাওয়া আর অন্তহীন আনন্দ করা। দীপাবলি মানেই অনেক রোশনাই আর সেই আলোকধারায় নিজেকে আলোকিত করা। দীপাবলির এই সন্ধিক্ষণে “হাইলাইট নিউজ এক্সপ্রেস” ডিজিটাল মিডিয়ার আয়োজিত “বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান – ২০১৯” এর আয়োজন করেছে। রয়েছে পুরস্কারও। উত্তর ২৪ পরগনার পাড়ায় পাড়ায় বিভিন্ন পুজো মন্ডপ ঘুরে ঘুড়ে বিশিষ্ট বিচারকদের দ্বারা বিবেচিত প্রতিমা, মন্ডপ, আলোক সজ্জা ইত্যাদি বিভাগে উত্তীর্ণ আয়োজকদের পুরস্কৃত করবে এই ডিজিটাল মিডিয়া। যা আপনারা দেখতে পারবেন বেঙ্গল টুডের চ্যানেলের পর্দায় আগামী ৩০শে অক্টোবর।