Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি, বেঙ্গল টুডেঃ গজলডোবাতে ভোরের আলো পর্যটন কেন্দ্রের কাছে মিলন পল্লীর নিকটস্থ এক ধানক্ষেতে পাওয়া গেল এক পূর্ণ বয়স্ক হাতির দেহ। ঘটনাটি ঘিরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। স্থানীয়দের থেকে জানা গেছে যে, ধানচাষের মরশুম এটি। মাঠে ধান গাছ সবে সোনালী রঙে সেজেছে। এই ধান নষ্ট না হওয়ার জন্য কোনো পশুকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়না। মূলত নতুন ধান খেয়ে মাঠের পর মাঠ তান্ডব করে হাতির দল। তাদের হাত থেকে বাঁচতে গ্রামবাসী বিদ্যুতের তার দিয়ে মাঠ বা জমিটিকে ঘিরে দেয়। ফলে এক পূর্ণবয়স্ক হাতি মাঠের কচি ধান খেতে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।