30 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

খরচ কমাতে আইপিএল কর্তাদের হাতে নোটিশ দিলেন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

খরচ কমানোর উদ্দেশ্যে IPL উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক পরিবর্তন। এর জেরে কর্মকর্তাদের হাতে সাফ নোটিশ ধরিয়ে দেন CoA অর্থাৎ কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। অপরদিকে টুর্নামেন্ট শুরু হতে আর একমাসও বাকি নেই। তার আগেই এমন সিদ্ধান্ত কর্মকর্তাদের এক অযাচিত বিড়ম্বনার মধ্যে ফেলেছে। যদিও পূর্বে ঠিক করা হয়েছিল যে আগামী ৬ ই এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। কিন্তু, এমন ঘোষণার পর তা আগামী ৭ ই এপ্রিল আয়োজন করা হবে বলে জানা যায়।

প্রসঙ্গত, আগামী ৭ ই এপ্রিল IPL-এর প্রথম ম্যাচ আয়োজিত হবে। এই প্রথম ম্যাচটি মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা হবে। এমন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মোট ২০ কোটি টাকা খরচ কমানো যাবে। তবে পূর্ব নির্ধারিত অনুযায়ী ঠিক ছিল যে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৫০ কোটি টাকা খরচ করা হবে। কিন্তু CoA-র নির্দেশ মেনে তা ৩০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।

এর পাশাপাশি ঠিক করা হয়েছিল যে উদ্বোধনী অনুষ্ঠানটি ভারতীয় ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হবে। কিন্তু সেখানেও কাঁচি চালায় কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। সেক্ষেত্রে জানানো হয়, এই উদ্বোধনী অনুষ্ঠান ওয়াংখেড়ে স্টেডিয়ামেই করতে হবে।

উল্লেখ্য উদ্বোধনী অনুষ্ঠান সূচির পরিবর্তন করা হলেও, মূল টুর্নামেন্ট সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles