Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি, বেঙ্গল টুডেঃ জলপাইগুড়ি জেলা বৈকুন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স এর টিম এক তক্ষক সহ ২ জন ভুয়ো সাংবাদিকদের গ্রেফতার করে। স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার সঞ্জয় দত্ত জানান, শুক্রবার ভোরবেলা শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর এলাকা থেকে তক্ষকটি সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।তাদের মধ্যে একজন অতুল সরকার ও অপরজন জীবন বর্মন। ধৃতদের ২ জনেরই বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটায়।
[espro-slider id=18668]
তিনি আরও বলেন, গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে তক্ষক সহ ওই ২ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া তক্ষকটির বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা। পাচারকারীর এই চক্রে আর অন্য কেউ জড়িয়ে রয়েছে কিনা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চলছে। শুক্রবার ধৃতদের ২জনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।