37 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ছাত্র পরিষদের তরফে ডেপুটেশন জমা

 

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি ডেপুটেশন পেশ করা হয়। এই ডেপুটেশন পেশ করার মাধ্যমে ছাত্র পরিষদের সভাপতি রমেশ রাম উপাচার্যের কাছে বেশ কিছু আবেদন তুলে ধরেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। ডেপুটেশনে বলা হয়, চলতি বছর থেকে বি.এ, বি.কম ও বি.এস.সি বিভাগের সিট ক্যাপাসিটি অর্থাৎ মাথাপিছু ভর্তির সংখ্যা বাড়ানোর দিকে বিশেষ নজর দিতে বলা হয়। অন্যদিকে, চলতি বছরে যে সমস্ত সকল বিভাগের ছাত্রছাত্রীরা ৩য় সেমিস্টারের পরীক্ষায় বসতে চলেছে তাদের ভর্তির প্রক্রিয়ার সময় বাড়িয়ে দেওয়ার অনুরোধের পাশাপাশি যে সমস্ত বি.এড কলেজ রয়েছে বিশ্ববিদ্যালয়ের অধীনে সেই সব কলেজের বি.এড কোর্সের বেতন কমানোর আর্জি করা হয়। এদিন ছাত্র পরিষদের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল রুমের বর্তমান পরিস্থিতির কথাও উপাচার্যের নজরে আনেন। ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে এই আবাসনগুলি, যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে।
তাছাড়া প্রতিবছর নতুন নতুন ছাত্রীছাত্রীরা যারা হোস্টেলের রুমের জন্য আবেদন করে সমস্ত খরচ দিয়ে ভর্তি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে রুম না থাকায় তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে। সেদিকেও নজর আকর্ষণ করা হয়। সবশেষে বিশ্ববিদ্যালয়ের কিছুদিন আগেও যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, সেই জট যেন পুনরায় দানা না বাঁধে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কলেজগুলোতে ইউজিসির নিয়মাবলী মেনে শিক্ষক ছাত্রছাত্রীদের সমতা বজায় রাখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা অর্থাৎ তাদেরকে পাবলিক সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন এবং টেট পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করার দাবী জানানো হয়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles