Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শনিবার সকালে শহর শিলিগুড়ির হাসমিচক তথা ভেনাস মোড় থেকে সূর্যসেন মহাবিদ্যালয় পর্যন্ত মহুকুমা শাসকের উদ্যোগে ও শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের কন্যাশ্রী মেয়েরা সহ সকল ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে শহরবাসীকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে, রোগের হাত থেকে নিজেকে ও নিজের পরিবারের সকলকে রক্ষা করার উদ্দেশ্যে এক পদযাত্রার মাধ্যমে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
[espro-slider id=18636]
এদিনের পদযাত্রায় সকলের সাথে পা মেলান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এবং মহুকুমা শাসক সুমন্ত সহায়। সমাজকে ডেঙ্গু মুক্ত করে সুন্দর, স্বাস্থ্যকর করে তোলাই ছিল এই কর্মসূচীর মূল উদ্দেশ্য।