Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ গত বুধবার তিস্তার জলে যে ইনোভা গাড়ি ৩জন পর্যটক সহ পড়ে যায় এক সপ্তাহ পরেও তাদের কোনো সন্ধান না মেলায় তাদের পরিবারের সদস্যরা আজ দেখা করলেন বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরীর সঙ্গে।

নিখোঁজ পর্যটকদের পরিবারের দাবি ৮দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো সন্ধান পাওয়া যায়নি, রাজ্য সরকার গাড়িটিও উদ্ধার করার ব্যবস্থা করেনি। যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার কাজ শুরু করা হোক।

শিলিগুড়ি জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী দ্রুত উদ্ধার কাজে সেনাবাহিনীকে লাগানোর জন্য এসডিওর সাথে যোগাযোগ করেন এছাড়াও দার্জিলিং বিজেপি সাংসদ রাজু বিস্টের সহায়তায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে দ্রুত উদ্ধার কাজের বিষয় নিয়ে লিখিত আর্জি জানান।