Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শ্রাবনের শেষ সন্ধ্যায় শিলিগুড়ির ইচ্ছেবাড়িতে কলকাতার ‘ছায়ানট’ এবং শিলিগুড়ির ‘অর্চকের’ যৌথ উদ্যোগে বিদ্রোহী কবি নজরুল ইসলামের স্মরণে আয়োজন করা হয়েছিল এক অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানটিতে বিশেষ আকর্ষণ কেড়েছিল ‘বাঁশরী’ নামক বাংলাদেশের এক সংস্থা।
[espro-slider id=18423]
বাংলাদেশ, কলকাতা ও শিলিগুড়ির বিখ্যাত নৃত্যশিল্পী, সঙ্গীত ও বাচিক শিল্পীদের ভিড়ে ইচ্ছেবাড়ির প্রাঙ্গন আলোকিত হয়ে ওঠে। বাংলাদেশের সঙ্গীত শিল্পী পরদেশী সিদ্দিকী ছিলেন বিশেষ অতিথি। কলকাতার থেকে এসেছিলেন সঙ্গীত শিল্পী অনির্বান দাসগুপ্ত এবং আবৃত্তিকার অর্ণব মুখার্জি ও ইন্দ্রানী লাহিড়ী। অনুষ্ঠানের শেষে শিল্পী শ্রীমতী সোমঋতা মল্লিক সঙ্গীত পরিবেশন করে সমস্ত দর্শকদের মুগ্ধ করেছিলেন। অর্চকের পক্ষ থেকে অনির্বান দাস ও অদিতি দাস ঘোষ এবং ছায়ানট এই ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান তথা দুই বাংলার শিল্পীদের নিয়ে ভবিষ্যতে আরও এইরকম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে প্রস্তুত।