ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ নিউ জলপাইগুড়িতে আগামী ২২শে নভেম্বর, ২০১৯ তারিখে শহর শিলিগুড়িতে ৬৪তম ভারত পেনশনারদের সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হতে চলেছে এন.এফ রেলওয়ে পেনশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

ভারত পেনশনার সমাজের বিস্তার সারা দেশে রয়েছে। পেনশনকারীদের বিভিন্ন শ্রেণী- রেলওয়ে, প্রতিরক্ষা এবং অন্যান্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, এসইউ, সংবিধিবদ্ধ ,স্বায়ত্তশাসিত সংস্থাগুলি সহ বেশিরভাগ নিখরচায় পেনশনকারীরা ইপিএস-৯৫ এর অন্তর্গত।